আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় দেবেন্দ্র সিং জনার্দন ও উপেন্দ্র সাহু নামে ছত্তিশগড় আর্মড পুলিশ ফোর্সের (সিএএফ) দুই জওয়ানের প্রাণহানি ঘটেছে। এতে শেখ মুজিবুর রহমান নামে আধাসামরিক বাহিনীর আরও এক জওয়ান গুরুতর আহত হন। তাকে এরই মধ্যে দান্তেওয়াড়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১৪ মার্চ) বিকালে বস্তার জেলার মারদুম থানা এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে নিহত জওয়ানদের মরদেহ ডিমরাপাল হাসপাতালে পাঠানো হয়।
রাজ্য পুলিশের আইজি সুন্দররাজ পি বলেছেন, বারসুর থেকে নারায়ণপুর পর্যন্ত সড়কের নির্মাণকাজ চলছে। সেখানে নিরাপত্তা প্রদানের জন্য যৌথবাহিনীকে নিয়োগ করা হয়েছিল। মূলত এ সময় মাওবাদীদের পুঁতে রাখা বোমার আঘাতে জওয়ানরা হতাহত হন।
তিনি আরও বলেন, গত কয়েক বছরের মধ্যে এলাকাটিতে কোনো পুলিশি তৎপরতা ছিল না। তাই চলতি বছরের জানুয়ারি মাস থেকে সেখানে পুলিশ ক্যাম্প খোলা হয়।
উল্লেখ্য, বোমা বিস্ফোরণের পরপরই এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তীকালে তারা তল্লাশি চালিয়ে সেখান থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে।