আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে গরু জবাই করা হয়েছে, এমন গুজবের পর গো-রক্ষকদের তাণ্ডবে পুলিশের এক কর্মকর্তাসহ এক বিক্ষোভকারী নিহত হয়েছে।
সোমবার বুলন্দশহরের স্যানা মহকুমা এলাকায় মাহু গ্রামের বাইরে জঙ্গল লাগোয়া একটি মাঠে গুরু জবাই হয়েছে বলে গুজব রটে। এ খবরে খিপ্ত হয়ে পড়ে ওই গ্রামের হিন্দুত্ববাদী সংগঠনের গো-রক্ষকরা কর্মীরা। এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভ থামাতে ও সড়ক অবরোধ সরাতে স্থানীয় চিংরাবটি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সুবোধ কুমার সিংহের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গেলে ক্ষুব্ধ জনতা ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে।
এসময় বিক্ষুব্ধ জনতা ইট-পাথর নিক্ষেপসহ পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালাও ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এসময় সুমিত কুমার নামে এক বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়। একইসময় জনতার আক্রমণে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পুলিশ কর্মকর্তা সুবোধ কুমার সিংহ।
পরিস্থিতি শান্ত করতে সহস্রাধিক নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়।
উত্তর প্রদেশের পুলিশের এডিজি আনন্দ কুমার ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে জানিয়েছেন, ওই ঘটনায় প্রায় ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।