,

ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কাশিয়ানীতে ঈদুল ফিতর উদযাপিত

কাশিয়ানী প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

মঙ্গলবার (৩ মে) সকাল সোয়া ৮টায় উপজেলা শহীদ মিনার চত্ত্বরে কেন্দ্রীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন কাশিয়ানী ১শ’ বিশিষ্ট হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি ইমরান হোসেন।

করোনা মহামারির কারণে গত দুই বছর উপজেলার কোথাও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ফলে এবার খোলা মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা।

এ জামাতে নামাজ আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, আ’লীগ নেতা এম এ খায়ের, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্নাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া উপজেলার পিংগলিয়া ঈদগাহ, পোনা ঈদগাহ, তারাইল মাদ্রাসা ঈদগাহ, চাপ্তা ঈদগাহ, রহিমদিয়া মাদ্রাসা ঈদগাহ, পারুলিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানসহ উপজেলার প্রায় তিন শতাধিক মসজিদ-ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

ঈদের নামাজকে পড়াকে কেন্দ্র করে উপজেলার কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর