,

‘ভাতার টাকা’ পেয়ে গাঁজা কিনলেন প্রতিবন্ধী!

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে গাঁজা কিনে বাড়ি ফেরার পথে দেবহাটা থানা পুলিশের হাতে আটক হয়েছেন আশাশুনির এক প্রতিবন্ধী।

আটক মোখলেছুর রহমান (৩২) আশাশুনি উপজেলা সদরের জালাল সরদারের ছেলে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দেবহাটা থানা পুলিশের এসআই হাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে তাকে পারুলিয়া এলাকা থেকে আটক করেন।

আটক মোখলেছুর রহমান দাবি করেন, তিনি বাংলাদেশ সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতাভোগী।

পেশায় একজন ইটভাটা শ্রমিক। গতকাল বুধবার তিনি প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছেন। আজ (বৃহস্পতিবার) গাঁজা কিনে রাতে ঢাকায় ফেরার উদ্দেশ্য ছিল তার। দুপুরে গাঁজা নিয়ে বাড়ি ফেরার সময় পুলিশ তাকে ধরে ফেলে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান, গাঁজাসহ আটক ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সাজা প্রদান করা হয়েছে।

মোখলেছুর কিছুদিন আগে আশাশুনি থানার মাদক মামলায় জেল খেটে বাড়িতে ফিরেছেন। এরপর পরিবারসহ ঢাকাতে অবস্থান করছিলেন। স্বজনদের সঙ্গে দেখা করার জন্য সম্প্রতি এলাকায় ফিরেছেন তিনি।

এই বিভাগের আরও খবর