আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
বিবিসি জানায়, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন বিদায়ী প্রধানমন্ত্রী তেরেসা মে গতকাল বুধবার বিকেলে (লন্ডনের স্থানীয় সময়)। এরপরই রানির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন জনসন।
বাকিংহাম প্রাসাদ থেকে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে ১৩ মিনিটের বক্তৃতার শুরুতেই তিনি ব্রেক্সিট বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, “স্বাধীনতা, মুক্তমত আইনের শাসন এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে হবে। এ জন্যই আগামী ৩১ অক্টোবর আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেড়িয়ে যাব”।
পাশাপাশি সাজিদ জাভিদকে যুক্তরাজ্যের নতুন চ্যান্সেলর হিসেবে ঘোষণা দেয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কোচ্ছেদের জন্য মাত্র তিন মাস সময় পাচ্ছেন বরিস জনসন। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এর আগে বাকিংহাম প্রাসাদের যাবার পথে গ্রিনপিস বিক্ষোভকারীদের দ্বারা বরিস জনসনের গাড়ি আটকে দেবার চেষ্টা করতে দেখা যায়।