,

বোয়ালমারীতে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৬

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর ও রামদেবনগর গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে এক সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় উভয় গ্রামের কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উপজেলা আ’লীগ সদস্য জালাল সিকদারসহ (৫০) তিন জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত বুধবার পাশের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বাজারে জালাল সিকদারের সমর্থক চরশুকদেবনগর গ্রামের রাকিব (২২) ও চতুল ইউপির ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের সমর্থক রামদেবনগর গ্রামের আবুল খায়ের (২০) তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এ ঘটনার জেরে উভয়পক্ষ বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের চরশুকদেবনগরের ছাব্বির বিশ্বাস (২০), মনির সিকদার (৪০), বনচাকি গ্রামের মো. চুন্নু মোল্যা (৪৫), মো. হানিফ মোল্যাসহ (৩৫) ৬ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প

পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা আ.লীগের সদস্য ও চতুল ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য মো. জালাল উদ্দিন সিকদার, আব্দুর রহমানের ভাই আবুল কালাম (৬০) ও আসাদ মোল্যাকে (৫০) আটক করে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য উভয়পক্ষের তিন জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর