বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সর্ব প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনা শনাক্ত হওয়া সালাউদ্দিন গত ১২ এপ্রিল চট্টগ্রাম থেকে শ্বশুরবাড়ি নগরকান্দা উপজেলার ডাঙ্গী গ্রামে আসে। একদিন পর ১৪ এপ্রিল নিজ বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ওই দিনই তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং পরদিন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শুক্রবার রাতে ফরিদপুরের সিভিল সার্জন অফিস করোনা পজিটিভ রোগী হিসেবে তাকে শনাক্তের ঘোষণা দেন। তিনি চট্টগ্রামে একটি জাহাজে চাকরি করতেন।
বোয়ালমারী উপজেলায় এ পর্যন্তু ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা শনাক্ত ব্যক্তি সালাউদ্দিন (৪৭) বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের মৃত মাহাবুব হোসেন চাঁদ মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ্র জানান, করোনায় আক্রান্ত ব্যক্তি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তির পরিবারসহ বাড়িটি লকডাউন করে আশপাশের কয়েকটি বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।