বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনমালীপুর-নড়াইল রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় সোহেল খান (২৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বনমালীপুর-নড়াইল রেলস্টেশন এলাকায় অরক্ষিত একটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল খান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নড়াইলখান গ্রামের নাজির খানের ছেলে।
রেলওয়ে পুলিশ জানান, অরক্ষিত ওই রেল ক্রসিং পার হওয়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচকে যায় এবং ঘটনাস্থলেই সোহেল খান মারা যান। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তবে, রেলক্রসিংয়ের উভয়পাশে দোকান থাকায় এবং গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।