,

বেরোবিতে শীতকালীন ছুটি শুরু ১৪ ডিসেম্বর

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বৃদ্ধি করা হয়েছে। শীতকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মোট ২২ দিন বিশ্ববিদ্যালয়ের কাস-পরীক্ষা বন্ধ থাকবে। ৭ জানুয়ারি থেকে যথারীতি সকল কাস-পরীক্ষা চালু থাকবে।

এছাড়াও ১৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ৬ জানুয়ারি থেকে যথারীতি অফিস খোলা থাকবে। ৫৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি ১৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।

এই বিভাগের আরও খবর