,

বেনাপোলে ৭০ বোতল পরিত্যক্ত ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে অভিযান চালিয়ে ৭০ বোতল পরিত্যক্ত ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ দেখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৮ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় প্রাথমিক স্কুলের সামনে থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোলের ভবেরবেড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে ফেনসিডিলের একটি চালান যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় পুলিশ দেখে ব্যবসায়ীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস। এ ব্যাপারে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে কয়েকজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর