,

বেতন বন্ধ থাকায় বিপাকে ১০৭ শিক্ষক

বিডিনিউজ ১০, শিক্ষা:  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে ১০৭ জন শিক্ষক-কর্মচারী ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। বৈধ অধ্যক্ষের কাছে দায়িত্ব হস্তান্তর না করায় কালীগঞ্জের সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়। বরখাস্ত অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের যোগদান নিয়ে সিদ্ধান্তহীনতায় পড়েছে কর্তৃপক্ষ।

এদিকে বেতন না পেয়ে ১০৭ জন শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিদ মণ্ডলের স্বাক্ষরে বেতন না দিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে রুপালী ব্যাংক কালীগঞ্জ শাখা ব্যবস্থাপককে চিঠি দেওয়া হয়েছে।

ইউএনও সুবর্ণা রানী সাহা জানান, বেতন বন্ধ হয়নি। অধ্যক্ষ মাহবুবুর রহমান শিক্ষা অধিদপ্তরের ডিজির কাছে একটি আবেদন করেছেন। তার প্রেক্ষিতে ডিজি অফিস থেকে বলেছে মজিদ মণ্ডলের স্বাক্ষরে যেন বেতন না দেওয়া হয়। সেই কারণে চেকে স্বাক্ষর করেও কাজ হচ্ছে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে।

এই বিভাগের আরও খবর