,

বৃষ্টিতে কাশিয়ানীর জনজবন বিপর্যস্ত

কাশিয়ানী প্রতিনিধি: টানা বৃষ্টিতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলারজনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও শ্রমিক-কর্মচারীরা।

এদিকে বৃষ্টিতে উপজেলা সদরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আজ বুধবার ভোর থেকে কখনো একটানা আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করে আবহাওয়া অফিস। এরপর লঘুচাপের সৃষ্টি হওয়ায় মঙ্গলবার দিন-রাতে সমানে ও আজ বুধবার ভোর থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি আগামী দুই দিন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এই বিভাগের আরও খবর