লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে একটি বাস কাউন্টারে এক ভারতগামী নারী যাত্রীকে তিন দিন ধরে আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার অভিযোগে পাটগ্রামের বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে।
পুলিশ জানায়, তিন দিন আগে ভারতের উদ্দেশ্যে শেরপুর থেকে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে আসে ওই নারী। এরপর ইমিগ্রেশনে তার কাগজপত্র প্রস্তুত করে দেয়ার কথা বলে ওই কাউন্টারের একটি কক্ষে তাকে আটকে রাখা হয়। এরপর রাতে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে বুড়িমারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, স্থানীয় নুরন্নবী (২৮) ও আনছারুল ইসলাম ওরফে ভোম্বল (৩০)।
সেখানে টানা তিন দিন গণধর্ষণের শিকার হন ওই নারী। বৃস্পতিবার সকালে খবর পেয়ে পাটগ্রাম থানা পুুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর আলী ঘটনার বলেন, এ ঘটনায় রেজাউল ইসলামকে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।