বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত ১৬ লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছে সাড়ে চার লাখেরও বেশি। ফ্রান্সে একদিনেই মারা গেছেন ১৩শ ৪১ জন।
আগের দিন মৃত ও আক্রান্তের সংখ্যা কম থাকলেও বৃহস্পতিবার ইতালিতে মৃত এবং আক্রান্তের সংখ্যা দুইই বেড়েছে। দেশটিতে একদিনে মারা গেছেন ৬১০ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু সংখ্যা হয়েছে ১৮ হাজার ২৭৯ জন।
স্পেনে একদিনে মৃত্যু হয়েছে ৬৫৫ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল। আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনার প্রকোপ কমে আসছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ।
এদিকে, মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনার প্রভাবে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৬০ লাখ মানুষ বেকার হয়েছে। এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের স্বাস্থ্যের উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নেয়া হয়েছে।