ওয়ার্ল্ডমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩০ লাখ ৩৮৯ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ৮৭৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১১ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৭২০ জন।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার এবং মারা গেছেন মোট ৫ লাখ ৭৮ হাজার ৯৯৩ জন। আক্রান্তের দিক থেকে সবচেয়ে উপরে রয়েছে দেশটি।
শনাক্তের দিক থেকে এরপরই আছে ভারত। ভারতে এখন পযর্ন্ত ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন মোট ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন। দেশটিতে বৃহস্পতিবারও ২ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ১শ’ ৮৩ জন।
এরপরই অবস্থান ব্রাজিলের। দেশটিতে প্রতিদিন তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। বৃহস্পতিবার দেশটিতে তিন হাজার ৭শ’ ৭৭ জনের মৃত্যু হয়। শনাক্ত ৮০ হাজারের বেশি। দেশটিতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মোট মারা গেছেন ৩ লাখ ৬৫ হাজার ৯৫৪ জন।