আন্তর্জাতিক ডেস্ক: নানুরের পরে ইলামবাজার। দলের প্রচার ও মিছিলে যোগ দেওয়ায় ফের বিজেপি-র এক কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে জয়দেব কেঁদুলি অঞ্চলের সাহাপুর গ্রামে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ইলামবাজারের ছোটচক গ্রামের ৬৫ ও ৬৬ নম্বর বুথে মিছিল করে ভোটের প্রচার চালাচ্ছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। অভিযোগ, সেই সময় হঠাৎই পিছন দিক থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ইট-পাটকেল ও লাঠি নিয়ে হামলা চালায়। তাতে এক জন পুলিশ কর্মী এবং পাঁচ জন বিজেপি কর্মী সমর্থক আহত হন। বিজেপি নেতৃত্বের আরও অভিযোগ, তাঁদের মিছিলে জয়দেব অঞ্চলের সাহাপুর গ্রামের দলীয় কর্মী শেখ জাকির নামে এক ব্যক্তি যোগ দেওয়ায় শুক্রবার রাতে তাঁর বাড়িতেও ভাঙচুর চালায় তৃণমূলের লোকজন। জাকিরের বাড়ির একটি ঘরের দেওয়াল ভেঙে ফেলা হয়, ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ।
জাকিরের দাবি, ‘‘ছোটচকের মিছিলে যোগ দেওয়ার কারণেই তৃণমূলের কর্মীরা আক্রোশের বশে আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমি পুলিশকে সব জানিয়েছি। আমরা চাই, পুলিশ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি দিক।’’ ছোটচকের মিছিলে যোগ দেওয়ার ‘অপরাধে’ সাহাপুর গ্রামেরই বিজেপি সমর্থক শেখ সিরাজের একটি ট্রাক্টরও শুক্রবার রাতে তৃণমূলের লোকজনেরা ভাঙচুর করে বলে অভিযোগ।