জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট নির্দেশনা; বিএনপিতে কোনো সহিংসতা, দখলবাজি ও চাঁদাবাজির জায়গা হবে না।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘কেউ যদি বিএনপি ও অঙ্গসংগঠনের নাম কিংবা ব্যানার ব্যবহার করে জনগণের জান-মালের ক্ষতি করে। তাদের সুনির্দিষ্ট অভিযোগের তালিকা আমাদের দিন। দীর্ঘ ১৭ বছরে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই, যে অত্যাচারিত হয়নি। তারপরও আমরা সবকিছু ভুলে কোনো সহিংসতার পথে যায়নি। বিএনপি সবসময়ই শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে।’
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস সম্পর্কে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘আমরা একজন দক্ষ প্রধান উপদেষ্টা পেয়েছি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের দৃষ্টি ছিল ড. ইউনুসের দিকে। যা আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।’
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস, সদস্য সচিব নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির আহবায়ক রবিউল ইসলাম রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইস্রাফিল মোল্যাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-কবির হোসেন