নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়াল খাঁ নদ হতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বালু দিয়ে পানি নিষ্কাশনের রাস্তা সুইচ গেইট ও খাল বন্ধ করে দেয়ায় এসব এলাকার শত শত কৃষকের প্রায় তিন হাজার একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ফলে কৃষি অধ্যুষিত এসব এলাকার কৃষকদের প্রায় কয়েক কোটি টাকার ফসল পানিতে তলিয়ে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছে এলাকার কৃষকরা।
অন্যদিকে কৃষকদের আবাদী জমি পানিতে তলিয়ে যাওয়ার কারনে নতুন করে রোপা আমন সহ অন্যান্য ফসলাদী আবাদ করাও হুমকীর মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এলাকার কৃষকরা।
সরেজমিনে উপজেলার চরাঞ্চল এলাকার বিন্নাবাইদ ইউনিয়নের বেরিবাধ বেষ্টিত গ্রাম চর ছায়েট, চর কাশিমনগর, চর লতিফপুর, রেজাই লতিফপুর, রাজা রামপুর এলাকা ঘুরে দেখা গেছে এসব এলাকার কিছু অসাধু বালু ব্যবসায়ী ও সুবিধাবাদী জমির মালিকরা অবৈধ ভাবে আড়িয়াল খাঁ নদ হতে বালু উত্তোলন করে অপরিকল্পিত ভাবে পানি নিষ্কাশনের রাস্তা চর ছায়েট দক্ষিন পাড়া সুইচ গেট ও একটি খাল ভরাট করে ফেলে। ফলে আড়িয়াল খাঁ নদ ও বৃষ্টির পানি কৃষকদের জমি হতে নিষ্কাশন না হওয়ায় এসব এলাকার শত শত কৃষকদের প্রায় তিন হাজার একর জমির ধান, কলা, আঁখ, কাকরলসহ বিভিন্ন ফসলাদী পানির নিচে তলিয়ে যায়।
অন্যদিকে পানি নিষ্কাশন না হতে পেরে কৃষকদের ফসলী জমির পাশাপাশি বাড়িঘর, স্কুল মাদ্রাসা, রাস্তা ঘাটেও পানি ঢুকে যাওয়ায় চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে এলাকাবাসির। ভুক্তভোগীদের অভিযোগ পানি নিষ্কাশন না হয়ে জমাটবদ্ধ হওয়ার কারনে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ।
পানি নিষ্কাশন সংক্রান্ত এ সমস্যা থেকে উত্তোরনের জন্য এলাকাবাসি জমাটবদ্ধ পানিতেই নেমে মানববন্ধন করেছে। এলাকাবাসির অভিযোগ স্থানীয় প্রশাসনের কাছে বারবার এ সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করা হলেও শুধু মৌখিক ভাবে আশ্বাস দিয়েও তারা তা সমাধান করছেনা। কৃষকদের দাবী পানি নিষ্কাশনের রাস্তা সুইচ গেইট ও খাল হতে ভরাটকৃত বালু সরিয়ে পানি নিষ্কাশনের রাস্তা পরিস্কার করলে পানি আড়িয়াল খাঁ নদে চলে গেলেই তারা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।
চর ছায়েট গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মো. দেলোয়ার হোসেন আসাদ এবং শামসুল হক বলেন, এ জলাবদ্ধাতার সমস্যার সমাধানের জন্য আমরা উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছি। তারা দুই তিন দিনের মধ্যে পানি নিস্কাষনের জন্য ব্যবস্থা করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে আমরা মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি এ সমস্যা থেকে যেন আমাদের রক্ষা করেন।
বালু ব্যবসায়ী ও জমির মালিক বরজু মিয়া,খালেক মিয়া ও আফতাব উদ্দীন বলেন,সুইচ গেটের সামনে আমার নিজস্ব জায়গা। আমি আমার সেই নিজের জমিতে বালু ভরাট করেছি। এখানে সরকারী কোন জায়গা নেই। একারনে সুইচ গেইট দিয়ে পানি না গেলে আমি কি করব। তারা সরকারী জায়গা দিয়ে খাল খনন করে পানি নিষ্কাশন করুক। আমার জায়গা দিয়ে আমি দিবনা।
বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মোস্তুফা গোলাপ বলেন, কিছু অসাধু বালু ব্যবসায়ী আড়িয়াল খাঁ নদ হতে বালু তুলে সুইচ গেইট ও খাল বন্ধ করে দেয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে আমার এই চরাঞ্চলের কয়েক হাজার একর জমির ফসল বিনষ্টের পাশাপাশি এলাকার হাজার হাজার কৃষকের ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে। অতি জরুরী পানি নিষ্কাশনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ এলাকার কৃষকদের বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন বলেন, কমিটি করে সরেজমিনে ওই এলাকায় গিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো এবং অনিয়ম ও অবৈধ ভাবে যদি কেউ বালু দিয়ে পানি নিষ্কাশনের রাস্তা ভরাট করে থাকে তবে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।