,

বাগেরহাটে বিনামূল্যে কৃষকরা পেলেন সার ও কৃষি উপকরণ

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে শীতকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান আলহাজ এ্যাড.শাহ -ই-আলম বাচ্চু এ কর্মসূচির উদ্ধোধন করেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম , উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.বাকি বিল্লাহ।

পরে উপজেলার ১৬ ইউনিয়নের ২ হাজার ৬০ জন কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখি, খেসারি, বোরো ধান উফসী, বোরো ধান হাইব্রিড বীজ ও সার বিতরণ করা হয়।

এছাড়াও ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের ১০ টি রিপার ও থ্রেসার মেশিন প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর