,

বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ

বিডিনিউজ ১০, শিক্ষা ডেস্কবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয়বারের মতো ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল অ্যাগ্রিকালচার (ইকসা)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আজ (১৮ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি মালয়েশিয়ার যৌথ উদ্যোগে সম্মেলনটিতে উপস্থাপিত হবে- দেশি-বিদেশি গবেষকদের ১৭৭টি প্রবন্ধ, ১০টি সেশন ও পোস্টার সেশন।

দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণ করবেন- দেশের স্বনামধন্য গবেষকসহ ২৪ জন বিদেশি গবেষক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামসুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ আন্তর্জাতিক সম্মেলনটির প্রধান পৃষ্ঠপোষক হলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুত্ফুল হাসান। সম্মেলনে এসিআই অ্যাগ্রি-বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. এফ এইচ আনসারি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

এই বিভাগের আরও খবর