গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ০২ নভেম্বর ২০১৮ শুক্রবার সকাল ১০-১১টা ডি ইউনিট এবং বিকাল ৩-৪টা পর্যন্ত ই ইউনিট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যায়ের ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি জেলায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের বলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।
ডি ইউনিটে ৯,৯৪৫ জন, ই ইউনিটে ২১,১১৭ জন শিক্ষার্থী আবেদন করে। ৯৫ শতাংশেরও বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
শনিবার ০৩ নভেম্বর ২০১৮ সকাল ১০টায় ‘এফ’ এবং বিকাল ৩টায় ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।