,

বরিশালে ডেঙ্গুজ্বরে তরুণীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সুমাইয়া (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।

সুমাইয়া সিদ্দিকী দুমকি সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মো. ফজলুল রহমান সিদ্দিকীর কন্যা। তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায়।

এর আগে ১৬ আগস্ট বিকালে মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

পারিবারিক সূত্র জানায়, সুমাইয়া দুমকি সরকারী জনতা কলেজ থেকে এ বছর এইচএসসি উত্তীর্ণ হয়ে সুমাইয়া রাজধানী ঢাকায় একটি কোচিং সেন্টারে ভর্তি হয়। ঈদুল আজহার ছুটিতে সে দুমকিতে ভাড়াটিয়া বাসায় এসে জ্বরে আক্রান্ত হয়। গত মঙ্গলবার দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষায় ডেঙ্গু সনাক্তের পর সুমাইয়াকে ওইদিনই বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১টার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ডেঙ্গুজ্বরে আক্রান্ত সুমাইয়ার ভর্তির সময় বমি ও পেটে ব্যথা ছিল। তার লাঞ্চেও পানি জমে গিয়েছিল। এ হাসপাতালে আনার পর তার সর্বোচ্চ চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।

তিনি বলেন, কিডনি ও লাঞ্চ দুটিই আক্রান্ত হওয়ায় সমস্যা প্রকট হয়। পরে সুমাইয়াকে রোববার আইসিইউতে নেয়া হয়, সেখানে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর