,

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাশিয়ানীতে দোয়া ও আলোচনা

কাশিয়ানী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার রামদিয়া শান্তি আশ্রমে বেথুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু।

ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বীরমুক্তিযোদ্ধা বিনোদ বিহারী বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শরীফ সোহরাফ হোসেন, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান মো. খাজা নেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়ালিদ হোসেন রুবেল, ফুকরা ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান সেতু প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম শেখ বুলবুল আহাম্মেদ।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর