,

ফ্রান্সে ফের মসজিদে হামলা

বিডিনিউজ ১০, আর্ন্তজাতিক ডেস্কফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি মসজিদে বন্দুক হামলা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) বিকালে বেয়োন্নে নামক এলাকায় সংঘটিত এই হামলায় আহত হয়েছেন দুজন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। খবর ‘গার্ডিয়ান’।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, আহতদের অবস্থা বেশ গুরুতর। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৮৪ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি ডানপন্থী প্রার্থী হিসেবে স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ব্যক্তি মসজিদের দরজায় আগুন দেওয়ার চেষ্টা করে। তখন তাকে থামানোর চেষ্টা করলে গুলিবর্ষণ শুরু করে। পালানোর আগে ওই ব্যক্তি একটি গাড়িতে আগুন দেয়। পরে দশ মাইল দূরে তার বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয়।

ফ্রান্সে এর আগেও বেশ কয়েকবার মসজিদে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। বিভিন্ন সময়ে গ্রেনেড কিংবা বন্দুক হামলার শিকার হয়েছে বেশকিছু মসজিদ।

এই বিভাগের আরও খবর