গোপালগঞ্জ প্রতিনিধি: ফুল দিয়ে বরণ করে নেয়া হলো গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘নবীন বরণ’ অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘নবীন বরণ’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, সাবেক প্রক্টর আশিকুজ্জামান ভূইয়া, শিক্ষার্থী উপদেষ্টা মশিউর রহমান, শিক্ষার্থীদের পক্ষ থেকে তামান্না ইয়াসমিন, মো. ফাইয়াজ বক্তব্য রাখেন।
এরপরই বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।