,

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কাশিয়ানীতে বিক্ষোভ-সমাবেশ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কাশিয়ানী ওলামা পরিষদ।

আজ শুক্রবার জুমার নামাজের পর কাশিয়ানী উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

এ সময় নেতানিয়াহুুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্বমুসলিম ঐক্য গড় ফিলিস্তিন স্বাধীন করো; জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আর একবার; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরায়েলের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশনসহ বিভিন্ন স্লোগান মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর ইসলাম লেলিন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মুফতি ইমরান, ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম, কোর্ট মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম, হাসপাতাল মসজিদের ইমাম ইমরান, মারকাজ মাদরাসার শিক্ষক মুফতি জামালউদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা সভাপতি আব্দুল মান্নান খাকি, ইউপি সদস্য জাকির হোসেন, ইকবাল মৃধা, মামুন মোস্তফা প্রমুখ।

বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েল নৃশংস গণহত্যা চালিয়ে অসংখ্য মুসলমানদের হত্যা করছে। রমজান মাসেও থেমে নেই হত্যা। নেতানিয়াহু যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাকে গণ হত্যার অপরাধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তার করতে হবে। দেশের সকল মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই জাতিসংঘে প্রস্তাব তুলে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াবে।

এই বিভাগের আরও খবর