নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার শিল্পনগরীতে এশিয়ান টেক্সটাইল মিলে গরম পানিতে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
বুধবার রাতে এ ঘটনার পর দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- সোহেল মিয়া (৩০), মোস্তফা মিয়া (২৮) ও মুক্তার হোসেন (৪৫)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, রাত ১০ টায় তিন শ্রমিক এশিয়ান টেক্সটাইল থেকে এসেছেন।
তাদের শরীরের বুক, গলা ও পায়ের অংশ ৩০ ভাগের বেশি গরম পানিতে দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
তিনি জানান, কারখানায় কাজ করার সময় মেশিন থেকে পানি ছিটে এসে তাদের গায়ে পড়েছে।
তদন্ত করে স্থানীয় থানা পুলিশ বিস্তারিত জানাবেন বলে জানান এসআই বাচ্চু মিয়া।