জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও শেখ হেলাল উদ্দিন এমপির মা শেখ রিজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৬ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপজেলা রামশীল ইউনিয়নের জহরের কান্দি গ্রামের অনাথ আশ্রম ও বিভিন্ন এলাকার ২ শতাধিক পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
এর আগে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ এইচ এম অহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।