,

পূর্বাঞ্চলে রাশিয়ান হামলায় নিহত ২১: ইউক্রেন

File Photo

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ান হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের গভর্নর এই তথ্য জানান।

টেলিগ্রামে এক পোস্টে গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, আভদিভকা কোক প্লান্টে দখলদার রাশিয়ান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। খবর আল-জাজিরার।

তিনি আরও বলেন, রাশিয়ান বোমায় লাইমান শহরে পাঁচ জন, ভুগ্লেদারে চার জন এবং ভেলিকা নোভোসিল্কা ও শ্যান্ড্রিগোলোভ গ্রামে আরও দুই জন নিহত হয়েছেন।

কিরিলেনকো বলেন, প্রায় এক মাস আগে ক্রামতোর্স্ক শহরের ট্রেন স্টেশনে রাশিয়ান হামলায় ৫৯ জন নিহতের ঘটনার পর এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

এদিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাস এবং একটি কারের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া দৈনিক ভাষণে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পশ্চিমাঞ্চলীয় রিভনে এলাকায় ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি বাস, একটি কার এবং একটি তেলবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ইতোমধ্যে ১৭ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই বিভাগের আরও খবর