চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একটি পিকনিকের বাস থেকে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সকালে নগরের শাহ আমানত সেতুতে বাসটি থামিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- মো. আতিয়ার রহমান, মো. বাবলু, ইকবাল হোসেন, আমিনুর রহমান, মো. জুয়েল ও মাসুদ রানা। তাদের মধ্যে আতিয়ার রহমান বাসটির মালিক এবং জুয়েল চালক।
র্যাব-৭-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, বুধবার যশোর থেকে পিকনিকের জন্য ৪০ যাত্রী নিয়ে কপবাজারে আসে বাসটি। সেখান থেকে টেকনাফ যায় তারা। অন্য যাত্রীরা সেন্টমার্টিন বেড়াতে গেলেও গ্রেফতার ছয়জন টেকনাফে থেকে যায়। তারা সেখান থেকে ইয়াবা সংগ্রহ করে বাসের মালপত্র রাখার জায়গায় লুকিয়ে রাখে। ইয়াবা নিয়ে তারা যশোরে ফিরছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বাসটির মালিক আতিয়ার রহমান। পিকনিকের আয়োজক। পিকনিকের আড়ালে ইয়াবা পাচারের পরিকল্পনা ছিল ওই ছয়জনের।