যশোর অফিস: হাত না থাকায় পা দিয়ে লিখেই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা দিয়েছিলেন যশোরের তামান্না আক্তার নুরা। ফল প্রকাশ হতেই জানা গেল জিপিএ-৫ পেয়েছেন এই শিক্ষার্থী।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করলে তামান্নার কৃতিত্ব প্রকাশ পায়।
অদম্য মেধাবী তামান্নার এক পা-ই সম্বল। জন্ম থেকেই তার দুটি হাত ও একটি পা নেই। তার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে।
গত বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন তামান্না। ফলাফল আসতেই জানা গেল তিনি জিপিএ-৫ পেয়েছেন। তবে এবারই প্রথম নয়, এর আগেও মেধাবী এই শিক্ষার্থী পিইসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন।
তামান্নার বাবার নাম রওশন আলী। ময়ের নাম খাদিজা পারভীন শিল্পী। বাবা স্থানীয় ছোট পোদাউলিয়া দাখিল মাদরাসার (নন এমপিও) বিএসসির শিক্ষক। মা গৃহিণী। তিন সন্তানের মধ্যে তামান্না সবার বড়।