পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে জেঁকে বসেছে শীত। গতকাল রোববার সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। দুপুরের পর পথকে চলে সূর্যের লুকোচুরি খেলা। সকালের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। রেলস্টেশন থেকে হেডলাইট জ্বালিয়ে ছেড়ে গেছে প্রতিটি ট্রেন। একই অবস্থা দেখা গেছে অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও।
তবে শীত এলেও এখন পর্যন্ত সরকারিভাবে কোনো কম্বল বিতরণ করা হয়নি। ফলে কষ্টে আছেন শহরের ভাসমান মানুষগুলো।