পাবনা প্রতিনিধি: গোপন সংবাদে অভিযান চালিয়ে পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মোহাম্মদ আলী (৫২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আটক মোহাম্মদ আলী ঈশ্বরদী উপজেলার ফতেহ মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার ঈশ্বরদী রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদে বুধবার রাতে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে আটক করে র্যাবের একটি বিশেষ অভিযানিক দল। এ সময় তার কাছ থেকে ১ হাজার ২৯০ পিস ইয়াবাসহ মাদক বিক্রয়ের টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
র্যাব কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোহাম্মদ আলী জানিয়েছে- সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা কেনা-বেচা করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে রাতেই ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।