-
- দেশজুড়ে
- পাবনায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে : আহত ১৫
পাবনায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে : আহত ১৫
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় October, 25, 2018, 10:03 pm
পাবনায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে : আহত ১৫
পাবনায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে : আহত ১৫[/caption]পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর ধোপাঘাটা নামক স্থানে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুল খালেক জানান, পাবনা থেকে জেপি পরিবহন নামের যাত্রীবাসী একটি বাস সিরাজগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে পাবনা সদর উপজেলার জালালপুরের ধোপাঘাটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির পণ্যবাহী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে নারী-পুরুষ সহ ১৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই বিভাগের আরও খবর