জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার সুজানগরে একটি ডাম্প ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরহী আলমগীর হোসেন (৩৬) ও তার শিশু কন্যা সিনহা (৩) নিহত হয়েছেন।
এ ঘটনায় আলমগীরের স্ত্রী নাসরিন আক্তার(৩২) গুরুতর আহত হয়েছেন। তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সুজানগর সড়কের তারাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি পাবনা সদরের আশুতোষপুরে।
খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।