শনাক্ত হওয়া ব্যক্তির বাড়ি মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে। তিনি এর আগে করোনা শনাক্ত হওয়া নারায়নগঞ্জ ফেরত যুবক (৩২) এর বাবা। তার বয়স ৬০ বছর। তিনি তার ছেলের সংস্পর্শে এসেছিলেন। এ নিয়ে পাবনায় দুইজনের করোনা পজিটিভ হলেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান শনিবার (১৮ই এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইতিমধ্যে গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই রোগীকে পরিবার থেকে আলাদা করে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
রবিবার (১৯শে এপ্রিল) সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।