,

পাথরঘাটায় ব্রিজ ভেঙে খালে, ট্রলারডুবি

পাথরঘাটায় ভেঙ্গে যাওয়া ব্রিজ ও ইনসেটে রোলার।

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ব্রিজের ওপর দিয়ে রোলার পারাপারের সময় ব্রিজ ভেঙে খালে পড়ে য়ায়। এ সময় ব্রিজের নিচে থাকা কাঠবোঝাই একটি ট্রলার চাপা পড়ে ডুবে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি ভেঙে যাওয়ায় উপজেলার কালমেঘা ও পাথরঘাটা সদর ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার বিকালে মাছেরখাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী মো.আজিজুর রহমান বলেন, উন্নয়নকাজে যাওয়ার সময় রোলারটি ব্রিজে ওঠার কারণেই ব্রিজটি ভেঙে যায় এবং ভাঙা ব্রিজের নিচে পড়ে একটি ট্রলার ডুবে যায়, তবে কোনো হতাহত হয়নি।

কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেযারম্যান আকন মো. সহিদ বলেন, ব্রিজটি ভাঙায় সদর ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাই সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর