,

পাওনা টাকা চাইতেই…..

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারসহ তার পরিবারের সদস্যদের মারধর করেছে প্রতিপক্ষ। এ ছাড়া পাওনাদারের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার কুশলা ইউনিয়নের টুটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, টুটাপাড়া গ্রামের জামাল শেখের ছেলে বিদেশফেরত নুর ইসলাম শেখ (৩৬) এর কাছ থেকে ৬ মাস আগে একই গ্রামের দেলোয়ার হোসেন (৫৫) ৮৬ হাজার টাকা ধার নেয়। ঘটনার দিন সন্ধ্যায় নুর ইসলাম দেলোয়ার হোসেনের কাছে পাওনা টাকা চাইতে গেলে দুজনের মাঝে কথাকাটাকাটি হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হোসেন তার লোকজন নিয়ে রাতে নুর ইসলামের বাড়ি-ঘরে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে দেলোয়ার হোসেনের লোকজন নুর ইসলামসহ তার পরিবারের লোকজনকে মারধর করে। মারধরে গুরুতর আহত নুর ইসলামের ছেলে শাওন শেখ (১৮) ও ভাই অহিদুল ইসলাম (২৮) কে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানার জন্য দেলোয়ার হোসেন সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী মিনু বেগম মারধরের কথাটি অস্বীকার করেন।

নুর ইসলাম বলেন, টাকা ধার দিয়ে আজ মার খেতে হচ্ছে। হামলাকারীরা শুধু আমাদের মারধর করেই ক্ষান্ত হয়নি। আমাদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে নগদ টাকা-পয়সা লুট করে নিয়েছে। এ বিষয়ে আমি দেলোয়ারসহ চারজনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

কোটালীপাড়া থানার ডিউটি অফিসার এএসআই হাসমত জানান, নুর ইসলামের দায়েরকৃত একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর