জয়পুরহাট প্রতিনিধি: পাঁচবিবিতে জীবনপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী সহপাঠী ছাত্রের সঙ্গে বৃষ্টির মধ্যে একই ছাতা ব্যবহার করে বাড়ি ফেরায় স্কুলটির সহকারী শিক্ষক শামসুল ইসলাম তাকে বেধড়ক পিটিয়েছেন। পরে তাকে ধরিয়ে দেওয়া হয় ‘বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র’। পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় ওই স্কুলছাত্রী এবং তার পরিবার এখন দিশেহারা।
সরেজমিনে জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দিবাকরপুর গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে স্থানীয় জীবনপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ২৩ জুলাই স্কুল শেষে প্রাইভেটের পর বাড়ি যাওয়ার পথে বৃষ্টি হচ্ছিল। এ সময় ছাত্রীটি ছাতা মাথায় যাওয়ার পথে রাস্তায় ভিজতে থাকা তার এক সহপাঠী একই ছাতা ব্যবহার করে বাড়ি ফেরে। এ সময় ওই পথে পেছন থেকে স্কুলের সহকারী শিক্ষক শামসুল ইসলাম তা দেখেন এবং পরদিন স্কুলের পাঠাগারে নিয়ে সহপাঠী স্কুলছাত্রীর ‘ঘাড়ে হাত দিয়েছে’ অপবাদ দিয়ে বেদম পেটান। পরে পিটুনিতে আহত ওই ছাত্রী ও ছাত্রের হাতে বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। অভিযোগ রয়েছে, পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটিয়েছেন শিক্ষক শামসুল ইসলাম।
স্কুলছাত্রী বলেন, এক ছাতা ব্যবহার করে বাড়ি ফেরার পরদিন শামসুল স্যার লাইব্রেরি রুমে ডেকে বেত দিয়ে আমাকে শারীরিক নির্যাতন করেন। পরে বাড়ি এসে অজ্ঞান হয়ে যাই। আমি কোনো অন্যায় করিনি এবং শামসুল স্যারের কারণে আজ আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে।
স্কুলছাত্রীর স্বজন ও প্রতিবেশীরা বলেন, দরিদ্র পরিবারের ওই ছাত্রীর লেখাপড়ার খরচ মেটাতে বাবা ও মা দুজনই ঢাকায় গার্মেন্টে কাজ করেন। দাদির কাছে রেখে তাকে পড়াশোনা করাচ্ছিলেন। পিটুনি ও ছাড়পত্র দেওয়ায় লোকলজ্জায় ছাত্রীটি এখন বাড়িতে বসে আছে। আশপাশে ওই স্কুল ছাড়া তেমন কোনো স্কুলও নেই। মেয়েটিকে নিয়ে আমরা হতাশায় আছি।
সহকারী শিক্ষক শামসুল ইসলাম পিটুনির কথা স্বীকার করে বলেন, মারার বিধান না থাকলেও অভিভাবকরাই শাসন করার অধিকার দিয়ে যান। এজন্য সামান্য একটু মেরেছি।
স্কুলের প্রধান শিক্ষক মীর মিজানুর রহমান বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে সাময়িকভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। মারধরের বিষয়টি যে করবে সে অপরাধের দায়ভার তাকেই নিতে হবে।
জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।