,

পাঁচবিবিতে বড়দিন উদযাপন

বিডিনিউজ ১০ ডটকম: জয়পুরহাটের পাঁচবিবিতে খ্রিষ্টান ধর্মালম্বীদের বড় দিন পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে আটাপুর ইউনিয়নের বাজিতপুর সেভেনডে এ্যাডভান্টিস্ট মারানাথা সেমিনারীতে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এডয়িন হালদার এর সভাপতিত্বে কোষাধ্যক্ষ মাইকেল হেমব্রম, শিক্ষক সেমেলিয়ুস মূর্মু, আলবাস শিকদার, পিটার সুটার তার দলকে নিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান, প্রার্থনা, কীর্তন, প্রীতিভোজ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান পালন করেছেন।

একই সময় মহীপুর সেভেনডে এ্যাডভান্টিস্ট চার্চের সভাপতি মৃদুল মারাক, সহ-সভাপতি হোপনা হেমব্রম, সম্পাদক সুরেন হেমব্রম এর সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় বড়দিন অনুষ্ঠান পালিত হয়।

নওদা টালিথা কুমী চার্জ সেন্টার এর পালক ও শিক্ষক সুধীর রায়ের পরিচালনায় বিভিন্ন আচার অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর