,

পশ্চিমবঙ্গে ভূমিকম্পের আঘাত

বিডিনিউজ ১০, আন্তর্জাতিকভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলা ও এর আশপাশে আঘাত হেনেছে একটি মৃদু মাত্রার ভূমিকম্প। এতে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে ৩ দশমিক ২ মাত্রার কম্পনটি অনুভূত হয়। এর পরপরই জনমনে আতঙ্ক ছড়িয়ে পরে। এ সময় অনেকেই ঘর ছেড়ে সড়কে চলে আসেন। কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩২ কিমি গভীরে।

এ দিকে শুভ বড়দিনকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই চূড়ান্ত ব্যস্ততা ছিল জলপাইগুড়ি শহরে। স্থানীয় গির্জাগুলোতে ছিল চরম ব্যস্ততা। শহরটির একাধিক বাজারে ছিল উপচে পড়া ভিড়। এর মধ্যেই ভূমিকম্পটি আঘাত হানায় আতঙ্কে ছোটাছুটি শুরু করেন লোকজন।

অপর দিকে কম্পন অনুভূত হয়েছে পার্শ্ববর্তী নেপাল সীমান্ত এবং হিমাচল প্রদেশ লাগোয়া আরেক রাজ্য উত্তরাখণ্ডেও। একই দিন রাত ৮টার দিকে সেখানেও কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৫। সেখানকার লোকজনও ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে পড়েন।

এই বিভাগের আরও খবর