বিডিনিউজ ১০ রিপোর্ট: দলীয় পদ ফিরে পেয়েছেন মাসুদা এম রশীদ চৌধুরী এমপি। তার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদটি অস্থায়ী ভিত্তিতে স্থগিত করা হয়েছিল। সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ওই স্থগিতাদেশ প্রত্যাহার করেন। একই নির্দেশনায় সাংগঠনিক সব কর্মকাণ্ডে মাসুদা এম রশিদ চৌধুরীকে অংশগ্রহণ করতে বলা হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে ১৫ জুন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ মাসুদা এম রশীদ চৌধুরীর প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ স্থগিত করেছিলেন।
মাসুদা রশীদ চৌধুরীকে দেয়া চিঠিতে এরশাদ লিখেছিলেন, ২৬ মে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আপনি অদ্যাবধি এর কোনো জবাব দেননি, যা জাতীয় পার্টির সাংবিধানিক অবজ্ঞার শামিল ও সংগঠনবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য।
তিনি লিখেছিলেন, এমতাবস্থায় আপনার সব পদ-পদবি অস্থায়ীভাবে স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপনি দলীয় কোনো কার্যক্রমে অংশ নেবেন না।