,

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

নাটোর প্রতিনিধি নাটোরের সিংড়ার সুকাশ ইউনিয়নের হাঁসপুকুরিয়া গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এবং ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে হাঁসপুকুরিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আকরাম হোসেন বাড়ির পাশের ভুক্তভোগীকে তাদের ঘর থেকে দিয়াশলাই এবং সিগারেট আনতে বলে। মেয়েটি দিয়াশলাই ও সিগারেট আনতে আকরাম হোসেনের ঘরে প্রবেশ করে। তখন আকরাম অন্য পথ দিয়ে হঠাৎ করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

এরপর মেয়েটির মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ছাড়া পেয়ে মেয়েটি এসে তার মাকে বিস্তারিত জানায়। পরদিন শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভিকটিমের বাবা বাদী হয়ে আকরাম হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগীর মেডিক্যাল চেক আপ সম্পন্ন করা হয়েছে।

পুলিশ অভিযুক্ত আকরামকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর