,

পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬.৩ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি: গত কয়েকদিন ধরে বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা দেশের সবচেয়ে কম রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

শুধু তাপমাত্রাই কম নয়, উত্তরাঞ্চলের জেলাগুলোতে গত কয়েকদিন ধরেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। সূর্যের দেখা পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। এ কারণে সামর্থহীন মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ফলে বাড়ছে অগ্নি দুর্ঘটনা।

গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এই শীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও বেড়েছে শীতের তীব্রতা। এই অবস্থায় দেশের বেশ কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টির আভাসও।

ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে রাত্রীকালীন নদী ও সড়ক পথে চলাচলে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।

এই বিভাগের আরও খবর