,

নয়া দিগন্তের কাশিয়ানী প্রতিনিধির মায়ের ইন্তেকাল

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: দৈনিক নয়া দিগন্তের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি চৌধুরী আবু তালেবের মাতা ভূলু বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…..রাজিউন।

শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত ৮ টায় উপজেলার সমসপুর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

রোববার বাদ জোহর সমসপুর পশ্চিমপাড়া কওমী মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র, চার কন্যা সন্তান ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কাশিয়ানী প্রেসক্লাব ও স্থানীয় সংবাদকর্মীরা গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর