,

নড়াইলে মধুমতিতে ঐতিহ্যের ‘প্রাণের উৎসব’

জেলা প্রতিনিধি, নড়াইল: বাঙালির ঐতিহ্য লালন করতে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর হাট এলাকায় মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকালে শিয়রবর গ্রামবাসী আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্ধোধন করেন শালনগর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মো. লাবু মিয়া।

নৌকা বাইচ দেখতে মধুমতি নদীর দু’পাড়ে মানুষের ঢল নামে। কয়েকদিন ধরে মাইকে প্রচার-প্রচারণা চালানোর কারণে দুর-দুরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেন- ইউপি সদস্য মো. কামাল শেখ, ডাবলু মোল্যা, তোতা মোল্যা প্রমুখ।

উপজেলার শালনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনিচুর রহমান ধলু বলেন, ‘মধুমতি নদীতে যুগ যুগ ধরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর বর্ষা শেষে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।’

-শরিফুল ইসলাম

এই বিভাগের আরও খবর