,

নড়াইলে বিজয়ের মাসে জাতীয় পতাকা ফেরি করে বিক্রি

নড়াইল প্রতিনিধি: বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস। বিজয়ের মাসে লাল-সবুজের পতাকা দেশের সর্বত্র উড়তে দেখি আর তখন লাখো শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা ভালোবাসায় মন ভরে ওঠে। বিজয়ের চেতনায় এ মাসে শুরু থেকেই জাতীয় পতাকার ব্যবহার বেড়ে যায়।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে এটি চূড়ান্ত রুপ ধারণ করে। স্কুল, কলেজ, মাদ্রাসা .অফিস আদালত. বাড়ির ছাদে, বারান্দায়, মোটর সাইকেল, ভ্যান গাড়িসহ বিভিন্ন ধরণের যানবাহনে লাল-সবুজের পতাকা পত পত করে উড়তে থাকে। সেই পতাকা ফেরি করে বিক্রি ঘটনা বিজয়ের মাস ডিসেম্বর খুব বেশী চোখে পড়ে।

রবিবার সকালে লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন, লোহাগড়া বাজার, কালনা ফেরিঘাট, কুন্দশী মোড়, লক্ষীপাশা চৌরাস্তা ফয়েজ মোড়সহ বিভিন্ন মোড়ে জাতীয় পতাকা ও মাথার ব্যান্ডেজসহ নানা ধরনের উপকরণ উপজেলা শহরে ঘুরে ঘরে বিক্রি করছে।

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নারায়ণদিয়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, ‘বিজয়েরর মাস আসলে আমাদের গ্রামের অধিকাংশ লোক জাতীয় পতাকা তৈরী করে বিভন্ন জেলা শহর ও উপজেলা শহরে চলে আসি।’

বিজয়ের মাসের এ ১৬ দিনে জাতীয় পতাকা বিক্রি করে খরচ বাদ দিয়ে আমরা লাভ হয় বিশ থেকে ত্রিশ হাজার টাকা ।

এই বিভাগের আরও খবর