শরিফুল ইসলাম, নড়াইল: নড়াইলের কালিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণ হুরায়া মোল্যার (১৭) লাশ উদ্ধার করেছে পরিবারের লোকেরা।
রোববার (৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। হুরায়া কালিয়ার রঘুনাথপুর গ্রামের ফরিদ মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে হুরায়া মোল্যা আর বাড়িতে ফিরে আসেনি। এরপর নদীসহ আশেপাশে খোঁজ করের তার সন্ধান মেলেনি।
এদিকে, রোববার দুপুরে হুরায়দের বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দুরে সাতবাড়িয়া নামক স্থানে চিত্রা নদীতে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে পরিবারের সদস্যরা নদী থেকে হুরায়ার লাশ উদ্ধার করেন।