শরিফুল ইসলাম, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় আঙ্গুরা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্বার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া উপজেলার চাপুলিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি খুন হন ।
সকালে আঙ্গুরার স্বামী সুবর খার চিৎকারে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে ঘরের ভিতর এলোপাতাড়িভাবে কুপিয়ে আঙ্গুরার মরদেহ দেখতে পান। ওই সময় আঙ্গুরার ছোট ছেলের স্ত্রী তানজিলাকে বারান্দায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন।
তানজিলাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সুবর খা বলেন, সকালে বাজার থেকে ফিরে এসে দেখি ছোট ছেলের স্ত্রী তানজিলা অচেতন অবস্থায় বারান্দায় পড়ে আছে। ঘরে গিয়ে দেখি স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
এ ব্যাপারে কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সমশের আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।