,

নৌকা বাইচ দেখতে মধুমতির পাড়ে উপচে পড়া ভিড়

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ইতনা গ্রামে মধুমতি নদীতে এ প্রতিযোগিতায় নড়াইল, মাগুরা মাদারীপুর ও ফরিদপুর জেলার ৫টি নৌকা অংশগ্রহণ করে।

সোমবার ( ১৪ নভেম্বর) বিকালে উৎসবমুখর পরিবেশে উপজেলার ইতনা গ্রামবাসীর আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় নড়াইল, মাগুরা ও মাদারীপুর জেলার ৫টি নৌকা অংশগ্রহণ করে। ইতনার আতোষপাড়া থেকে শুরু হয়ে জয়বাংলার খেয়াঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিযোগিতায় প্রথম হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার কালু ফকিরের নৌকা, দ্বিতীয় হয়েছে মাগুরার কালিশংকরপুরের কবির হোসেনের নৌকা এবং তৃতীয় হয়েছে মাদারীপুরের বাহের আলী নৌকা।

নৌকা বাইচ দেখতে নদীর দু’পাড়ে দুই জেলার মানুষের উপচে পড়া ভিড় ছিলো চোখে পড়ার মতো। লোহাগড়া উপজেলার ইতনা ও নদীর অপর পার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরভাটপাড়াসহ নদীর দু’পাড়ের কয়েকটি গ্রামের মানুষের যেন মিলন মেলায় রূপ নিয়েছিল।

এই বিভাগের আরও খবর